পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে লোহাগাড়া উপজেলায় গৃহহীন ও ভূমিহীন ১৪৫ পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহার ঘর-জমি। রোববার (২৪ এপ্রিল) বেলা ১২টায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান।উপজেলা পরিষদ কক্ষে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
আগামী ২৬ এপ্রিল দেশের অন্যান্য উপজেলার ন্যায় লোহাগাড়ায়ও দেয়া উপহারের ঘর উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রেস ব্রিফিংয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান জানান, পরবর্তীতে আরও ৫১ পরিবার প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাবে। ইতোপূর্বে, প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছে গৃহহীন ১৮৮ পরিবার। প্রেস ব্রিফিংয়ে লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও সাংগঠনিক সম্পাদক এইচ এম জসিম উদ্দিন, প্রচার-প্রকাশনা সম্পাদক জাহেদুল ইসলাম, দপ্তর সম্পাদক রায়হান সিকদারসহ লোহাগাড়ার কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply