লোহাগাড়ায় ছৈয়দ নজরুল ইসলাম (৫২) নামের এক ব্যক্তিকে এলোপাতাড়ি মারধর করে ৫৫ হাজার ৫’শ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ২৫ এপ্রিল সোমবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের সাতগড় মৌলভী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আজ মঙ্গলবার এ ঘটনায় নজরুল ইসলাম বাদী হয়ে লোহাগাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। লোহাগাড়া থানার এএসআই মো. শামীম ঘটনার বিষয় নিশ্চিত করেন। ছিনতাইয়ের শিকার ছৈয়দ নজরুল ইসলাম ওই এলাকার মরহুম ছৈয়দ মুফিজুর রহমানের পুত্র বলে জানা যায়।
অভিযোগ সূত্রে জানা গেছে, ওই দিন ছৈয়দ নজরুল ইসলাম বাড়ি থেকে ঈদের শপিং করতে উপজেলা আমিরাবাদের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে আগে থেকে উৎপেতে থাকা ওই এলাকার মৃত নাজমুল ইসলামের ২ পুত্র মোশাররফ হোসেন (২৫) ও মোয়াজ্জেম হোসেন (৩২) সহ অজ্ঞাতনামা ২/৩জন ছিনতাইকারী তাকে গতিরোধ করে। তারপর অভিযুক্তরা কোন কথা-বার্তা ছাড়া নজরুল ইসলামকে টানাহেঁচড়ে মৌলভী বাজার এলাকায় নিয়ে যায়। পরে, তারা তাকে শার্টের কলার ছিড়ে এলোপাতাড়ি মারধর করে পকেটে থাকা ৫৫ হাজার ৫’শ টাকা ছিনিয়ে নেয়। এরপর তারা হুমকি-ধমকি দিয়ে দ্রুত পালিয়ে যায়।
এ বিষয়ে অভিযুক্ত মোয়াজ্জেম হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমাদের মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছে। এলাকার মুরব্বীরা বিষয়টি সমাধান করে দিয়েছেন।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আতিকুর রহমান জানান, আমরা এ বিষয়ে অভিযোগ পেয়েছি। সরেজমিনে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।
Leave a Reply