পবিত্র মাহে রজমানে মধ্যে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রাইভেটকারে করে ইয়াবা পাচারের সময় চট্টগ্রামের লোহাগাড়ায় ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাত ১০টা ৪০ মিটের সময় মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করে ইয়াবা পাচারে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করে পুলিশ।
গ্রেফতার ২ মাদক ব্যবসায়ী হলেন- শরীয়তপুর ঘোপালপুরা খানকান্দি ১নং ওয়ার্ডে আবদুল হাকিম মাতাব্বরের পুত্র নিলচাঁন্দ প্রকাশ রুবেল (৩৪) এবং সাভারের নোয়াখাল্লা গলি ১নং ওয়ার্ডের আলী আকবর মৃদার পুত্র আবু নাসির মামুন প্রকাশ নাসের (৪১)।
লোহাগাড়া থানার ওসি মুুহাম্মদ আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া ইয়াবা পাচারে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় তাদের ২ জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
Leave a Reply