চট্টগ্রামের লোহাগাড়ায় ছাত্রলীগের উদ্যোগে এক কর্মী সম্মেলন ও ইফতার মাহফিল গত ২৮ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয়। উপজেলা পাবলিক হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।
লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম আসিফুর রহমান চৌধুরীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আতিকুর রহমান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান মুুহাম্মদ নুরুচ্ছাফা চৌধুরী।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ এরশাদুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের প্রচার-প্রকাশনা সম্পাদক মুুহাম্মদ আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের আহবায়ক মুহাম্মদ জহির উদ্দিন, সংসদ সদস্যদের একান্ত সচিব এরফানুল করিম চৌধুরী, সাবেক ছাত্রলীগ নেতা এইচ এম গনি সম্রাট, এসএম আবদুল জব্বার, আওয়ামী লীগ নেতা নাজমুল হাসান মিন্টু, চুনতি ইউপি চেয়ারম্যান মুুহাম্মদ জয়নুল আবেদীন জনু, আধুনগর ইউপি চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দিন, পদুয়া ইউপি চেয়ারম্যান মুহাম্মদ হারুনুর রশিদ প্রকাশ আর্মি হারুন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মুহাম্মদ রিদুওয়ানুল হক সুজন, বটতলী শহর উন্নয়ন কমিটির সদস্য সচিব মুহাম্মদ মিজানুর রহমানসহ উপজেলা স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ ও ছাত্রলীগের সকল নেতা ও কর্মীবৃন্দ।
সভায় ছাত্রলীগকে সুসংগঠিত হয়ে কাজ করার আহবান জানান প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি।
Leave a Reply