লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বলির পাড়ায় সরকারী খাস জায়গায় ছড়া ভরাট করে স্থাপনা তৈরি ও পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় নির্মানাধীন পাকা ঘরের দেওয়াল ভেঙ্গে দেওয়া হয়।
গতকাল সকালে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান। এসময় লোহাগাড়া থানার এসআই মামুন মিয়া, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার শিশির স্বপন চাকমাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান জানান, এলাকার বাসিন্দা বশির আহমদ নামে এক ব্যক্তি সরকারী খাস জায়গায় খালের অংশ ও কবরস্থানে জায়গায় প্রভাব কাটিয়ে অবৈধভাবে পাকা ঘর নির্মাণ করছিল। স্থানীয় এলাকাবাসীর কাছ থেকে ছড়া ভরাটের অভিযোগ প্রেক্ষিতে ছড়া ভরাট না করার জন্য নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা অমান্য করে পাকা ঘর নির্মাণ করায় ভবনের পিলার গুলো ভেঙ্গে দেওয়া হয়। উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়। জব্দকৃত রড মসজিদ কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি সদস্যকে জিম্মায় দেয়া হয়। সরকারি খাসজমি ও পাবলিক ইজমেন্ট এর অবৈধ দখল প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
Leave a Reply