চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব শুকলাল শীলের বাড়িতে লোহাগাড়া ও সাতকানিয়ায় কর্মরত সাংবাদিক, সুধীজন ও রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে ঈদ পুনর্মিলনী উপলক্ষে মধ্যাহ্নভোজের আয়োজন যেন মিলনমেলায় পরিণত হয়েছে।
৪ মে দুপুরে শুকলাল ড্রীম হাউসে এ ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত হয়। বাবু শুকলাল শীল এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা হিন্দু- বৌদ্ধ -খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট প্রদীপ কুমার চৌধুরী । অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান বাবু বিজয় কুমার বড়ুয়া,চট্টগ্রাম সরকারী সিটি কলেজের অধ্যাপক মুহাম্মদ আবদুল গফুর ও লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। লোহাগাড়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ও লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের প্রচার-প্রকাশনা সম্পাদক মুহাম্মদ আবুল কালাম আজাদের সঞ্চালনায় এসময় লোহাগাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক,কক্সবাজার মহিলা যুব ঐক্য পরিষদের সভাপতি দীপ্তি রানী শর্মা, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য অনিল সরকার, সাতকানিয়ার সিনিয়র সাংবাদিক সুকান্ত ধর , দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মোঃ দিদার বিএসসি,সাংগঠনিক সম্পাদক এইচ এম জসিম উদ্দিন,অর্থ সম্পাদক খোকন সুশীল,প্রচার-প্রকাশনা সম্পাদক মোঃ জাহেদুল ইসলাম, দপ্তর সম্পাদক মুুহাম্মদ রায়হান সিকদার,ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক মুুহাম্মদ মিনহাজ উদ্দিন, প্রেস ক্লাব কার্যনির্বাহী সদস্য ডাঃ মুহাম্মদ কামাল উদ্দিন, মনির আহমদ আজাদ,আতাউর রহমান মাসুদ, আরিফুল ইসলাম,এশিয়ান টিভি প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম,বড়হাতিয়া ইউপি সদস্য মুুহাম্মদ আবু বক্কর সিদ্দিক, সাবেক মেম্বার সুনীল সরকারসহ সাতকানিয়া-লোহাগাড়ার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, মানুষের মতের পার্থক্য থাকতে পারে। তবে মতের পার্থক্য যেন আমাদের মধ্যে কোন মতবিরোধ সৃষ্টি করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে । ধর্ম যার যার,উৎসব সবার। তাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
Leave a Reply