চট্টগ্রামের লোহাগাড়ায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সরকারী মোবাইল নম্বর ক্লোন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। একটি প্রতারক চক্র সেই নম্বর ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠানের কাছে চাঁদা চাইছে বলে এসিল্যান্ড জানিয়েছেন।
১১ মে বুধবার সকাল ১১টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত একটি সতর্ক বার্তা প্রচার করেছেন।
সতর্কবার্তায় বলা হয়, মূল নাম্বার – +৮৮০১৭৫১২৯২২৫৫। ক্লোন কৃত নাম্বারে ০ নেই – +৮৮১৭৫১২৯২২৫৫। অপ্রত্যাশিত কোন ফোন পেলে রেসপন্স না করার জন্য অনুরোধ জানাচ্ছি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান জানান, কিছু প্রতারক সরকারী দাফতরিক নম্বরটি ক্লোন করে বিভিন্নজনের কাছে এসিল্যান্ডের নামে কল দিচ্ছে। চক্রটি বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠানের কাছে টাকা চাইছে। তাই কারও কথায় প্ররোচিত হয়ে আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা যাচ্ছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply