লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা যুবলীগের যুগ্ম- আহ্বায়ক আবদুল হান্নান মোহাম্মদ ফারুক।
গত বুধবার দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ।
কমিটির অন্য সদস্যরা হলেন, সদস্য সচিব মাস্টার মোহাম্মদ আলী জিন্নাহ, প্রতিষ্ঠাতা সদস্য জাফর আলম চৌধুরী, দাতা সদস্য সাইফুল ইসলাম, অভিভাবক সদস্য ডা. রিটন দাশ, মুজিবুর রহমান, জসিম উদ্দিন, কলিমুল্লাহ, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য আনিকা দাশ, শিক্ষক প্রতিনিধি কার্তিক চন্দ্র দাশ, মুহাম্মদ আবু ইউসুফ ও সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য শেলী পাল।
নবনির্বাচিত সভাপতি আবদুল হান্নান মোহাম্মদ ফারুক জানান, আমাকে পুনরায় বিদ্যালয়ের সভাপতি করায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য রিজিয়া রেজা চৌধুরীর প্রতি অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি পূর্বের ন্যায় উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে কাজ করব ইনশাআল্লাহ্।
Leave a Reply