লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড সোয়াজান পাড়ায় ক্ষতিগ্রস্ত নৈশপ্রহরী মুহাম্মদ আবুল কাসেমের পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শরীফ উল্যাহ। গতকাল ১৫ মে ক্ষতিগ্রস্ত পরিবারের বসতঘর পরিদর্শনে আসেন তিনি। এ সময় ক্ষতিগ্রস্ত নৈশপ্রহরী আবুল কাসেমকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ টাকা এবং দুর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের পক্ষ থেকে শুকনো খাবার প্রদান করা হয়।
পরিদর্শনকালে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মুহাম্মদ মাহবুব আলম শাওন ভূঁইয়া, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া উপস্থিত ছিলেন।
একইদিন ১৪ মে রাত পৌনে ১২টার দিকে চুলা থেকে আগুন লেগে অসহায় নৈশপ্রহরী আবুল কাসেমের বসতঘর পুড়ে ছাঁই হয়ে যায়।
Leave a Reply