চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের মছদিয়া বড়ুয়া পাড়ায় জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে আনন্দ বড়ুয়ার (৭০) বসতঘর ভেঙ্গে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে সম্প্রতি লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্থ আনন্দ বড়ুয়া। অভিযোগ আনা হয়েছে মো. এমরান, মো. আকবর, মো. ফরিদ ও মিলন বড়ুয়াসহ অজ্ঞাতনামা আরও ১০/১২ জনের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, আনন্দ বড়ুয়া ও অভিযুক্তদের মধ্যে জায়গা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। এ বিরোধীয় জায়গা নিয়ে অভিযুক্তরা মোটা অংকের চাঁদা দাবী করে আসছে। একে কেন্দ্র করে গত ১২ মে দিনগত রাত ৩টায় অভিযুক্তগণ আনন্দ বড়ুয়ার ঘরে অস্ত্র-সস্ত্র নিয়ে আক্রমণ করে। ভেঙ্গে পেলে তার বসতঘর। অভিযুক্ত এ সময় আনন্দ বড়ুয়ার পরিবারের সদস্যদেরকে অপর একটি ঘরে তালা মেরে রাখে। লুটপাট করে ঘরে থাকা ৫৫ হাজার টাকা ও একটি দামী মোবাইল ফোন। অজ্ঞাতনামারা ঘরের জিনিষপত্রের ভাংচুর করে। অভিযুক্তগণ ঘন্টাব্যাপী ত্রাস সৃষ্টি করে। এর প্রতিবাদ করলে অভিযুক্তরা অকথ্য ভাষায় গালি-গালাজ করে আনন্দ বড়ুয়াসহ পরিবারের সকলকে।
এ বিষয়ে জানতে অভিযুক্ত মো. এমরানের মোবাইল ফোন বন্ধ থাকায় অনেক চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। অপর অভিযুক্ত মিলন বড়ুয়া বলেন, এ অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট।
এ ব্যাপারে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমান জানান, অভিযোগ পেয়েছি। সরেজমিনে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply