লোহাগাড়া উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজ। জাতীয় শিক্ষা সপ্তাহ’২০২২ উপলক্ষ্যে শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সেবা শাখা কর্তৃক এ স্বীকৃতি প্রদান করা হয়েছে।
তাছাড়া উপজেলার শ্রেষ্ঠ কলেজ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন আলহাজ মোস্তফিজুর রহমান কলেজের অধ্যক্ষ এ. কে. এম. ফজলুল হক। শুধু তাই নয়, শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হয়েছেন এ কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. গোলাম রসুল ও শ্রেষ্ঠ শিক্ষার্থী স্বীকৃতিও পেয়েছেন একাদশ শ্রেণীর বিজ্ঞানের ছাত্রী সামান্তা আমরিন।
এ কলেজের শিক্ষার্থীরা বলেন, উপজেলা পর্যায়ে তাদের কলেজটি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষীর্থীসহ আরও বেশ কয়েকটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করায় তারা গর্বিত এবং আনন্দিত।
অধ্যক্ষ এ. কে. এম. ফজলুল হক বলেন, শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হয়েছে। তিনি অত্র কলেজে যোগদানের পর চেষ্টা করছেন শিক্ষার মান উন্নত করতে। কলেজের শিক্ষকগণ ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার ফসল এ শ্রেষ্ঠত্ব।
তিনি আরও বলেন, অবশ্যই ভালো লাগছে। কাজের শ্রেষ্ঠত্ব অর্জনে। অনেকগুলো সফল কাজ করেছি। এ জন্যই এই স্বীকৃতি পেয়েছি। এটা আমার সামনের পথকে আরও প্রশস্ত করবে ও কাজের স্পৃহা বাড়িয়ে দেবে। এছাড়াও তিনি শ্রেষ্ঠ এ কলেজের লেখা পড়ার পরিবেশ আরও বৃদ্ধির জন্য সকলের সহযোগিতা কামনা করছেন।
উল্লেখ্য, উপজেলার শ্রেষ্ঠ এ শিক্ষা প্রতিষ্ঠানটি বিগত ২০১৮ সালেও বর্তমান কলেজ অধ্যক্ষ এ.কে. এম. ফজলুল হকের সুদক্ষ নেতৃত্বে শ্রেষ্ঠ কলেজ, অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীসহ কয়েকটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করছিল।
Leave a Reply