সু-নাগরিক হতে হলে লেখাপড়ার কোনো বিকল্প নেই। আর লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তোলে। খেলাধুলা সমাজের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে সমাজকে দূরে রাখে। তাই সুস্থভাবে জীবন-যাপন করতে খেলাধুলার বিকল্প নেই। তাই ভালভাবে লেখাপড়া করতে হলে শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার সুন্দর পরিবেশ রাখতে হবে।
গত ২৫ মে বুধবার বিকেল ৪টায় লোহাগাড়া উপজেলা সদরস্থ শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট (অনুর্ধ্ব-১৭) এর শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ উল্যাহ এসব কথা বলেন। তিনি আরও বলেন, এই ধরনের প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে জাতীয়মানের খেলোয়াড় তৈরি হওয়ার ক্ষেত্র তৈরি হবে, ভ্রাতৃত্ববোধ, নিষ্ঠা ও সহনশীলতা বৃদ্ধি পাবে।
এতে সভাপতিত্বে করেন উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান এম. ইব্রাহিম কবির। অন্যান্য অতিথিদেও মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আতিকুর রহমান, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক এইচ এম জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক মুুহাম্মদ রায়হান সিকদার, কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মুহাম্মদ ইলিয়াছ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম শাওন, উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুর রাজ্জাক, যুব উন্নয়ন কর্মকর্তা আতিকুর রহমান, বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার সদস্য নাছির উদ্দিন, লোহাগাড়া ক্রীড়া সংস্থার সম্পাদক এসকে শামসুল আলম, চুনতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: জয়নুল আবদীন জনু কোম্পানী, আধুনগর ইউপি চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দিন, লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু বকর ও সাবেক প্রধান শিক্ষক সুজিত পাল, মুক্তিযোদ্ধা রফিক দিদার ও লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ প্রমূখ।
খেলায় উপজেলার চুনতি ইউনিয়ন ফুটবল ১-০ গোলে আধুনগর ইউনিয়ন ফুটবল দলকে হারিয়েছে। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মাস্টার নাছির আহমেদ। খেলায় ধারা ভাষ্যকার ছিলেন কাইছার হামিদ।
খেলাধুলার বিকল্প নাই
Leave a Reply