শিশু ও নারী উন্নয়নের ব্যাপারে সচেনতার বিষয় কি কি তা সকলকে জানতে হবে। বাল্য বিবাহের কারণে নারী জাতির ও শিশুদের কি কি সমস্যা দৃষ্টি হয় সে বিষয়ও সচেনতার প্রয়োজন। শিশু ও নারীদের সুরক্ষার জন্য যেসব আইন রয়েছে, তা ব্যবহারে সম্পর্কে সকলকে সচেতন হতে হবে। দেশে শিশু ও নারী নির্যাতন বন্ধের জন্য আইন আছে। আইন প্রয়োগের ক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন।
৭ জুন মঙ্গলবার সকালে লোহাগাড়ায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম শীর্ষক কর্মসূচির আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের ওরিয়ন্টেশন কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। পটিয়া তথ্য অফিসের উদ্যোগে ও লোহাগাড়া উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়।
সহকারী তথ্য কর্মকর্তা দীপক চন্দ্র দাশের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো : শরীফ উল্ল্যাহ । লোহাগাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি ডা. ইশতিয়াক আহমেদ, লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ, মুক্তিযোদ্ধা রফিক দিদার ও শিক্ষক লাইলা বিলকিছ প্রমুখ। কর্মশালায় মুক্তিযোদ্ধা, শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি, ইমাম, পুরোহিত ও বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধিগণ অংশ নেন।
উক্ত কর্মশালায় মাদক, ইভটিজিং, নারীর ক্ষমতায়ন ও বাল্য বিবাহের কুফল এবং প্রতিরোধ ব্যবস্থার উপর গুরত্বারোপ করা হয়। কর্মশালায় আরো বলা হয়, বিশেষ করে জনসাধারণের মধ্যে এসব ব্যাপারে সচেতনতা সৃষ্টির জন্য সকলস্তুরের প্রতিনিধিদের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন।
Leave a Reply