চট্টগ্রাম : সীতাকুণ্ডে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদগ্ধ রোগীদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক জননেতা আমিনুল ইসলাম আমিন।
তিনি গতকাল রবিবার দুপুরে সাংগঠনিক কর্মকাণ্ডের ফাঁকে ছুটে যান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। ওই সময় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম আমিন এ হাসপাতালের বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটসহ সংশ্লিষ্ট বিভাগ পরিদর্শন করেন। তিনি চিকিৎসাধীন রোগীদের সাথে কুশল বিনিময় করেন এবং সংশ্লিষ্ট চিকিৎসকদের কাছে তাদের চিকিৎসার খোঁজ খবর নেন। তাদের হাতে তুলে নগদ টাকা তিনি।
এ সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালাক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম আহসান এমপিএইচ, সহকারী পরিচালক ডা. রাজিব, ডা. রফিক উদ্দিন, ডা.রেজায়ানুল রায়হান, ডা.নাবিলা নুর, আওয়ামী লীগ নেতা ফখরুদ্দিন বাবলু, নাজিম উদ্দীন, যুবলীগ নেতা মোরশেদ, জুয়েল, মুনতাসীরসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply