চট্টগ্রাম নগরীতে গৃহবধূকে ধর্ষণের হাত থেকে বাঁচাতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে সহায়তা চাওয়া রিকশাচালককে পুরস্কৃত করেছেন নগর পুলিশের কমিশনার কৃষ্ণ পদ রায়।
বুধবার (২০ জুলাই) দুপুরে সিএমপি কমিশনার ওই রিকশাচালককে নিজ কার্যালয়ে ডেকে এনে পুরস্কার তুলে দেন।
এ বিষয়ে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) শাহাদাত হুসেন রাসেল বলেন, রিকশাচালকের বুদ্ধিমত্তা ও সাহসী পদক্ষেপের বিষয়টি জানতে পেরে কমিশনার স্যার নিজেই তাকে কার্যালয়ে ডেকে নেন। তিনি ওই চালকের সাহসের প্রশংসা করেন এবং পুলিশকে সবসময় এভাবে সহযোগিতা দেয়ার জন্য উদ্বুদ্ধ করেন। এ সময় কমিশনার স্যার রিকশাচালককে পুরস্কারস্বরূপ কিছু টাকা দেন।’
রোববার (১৭ জুলাই) চট্টগ্রাম নগরীতে ছয় যুবক দলবদ্ধভাবে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ তথ্য পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে প্রথমে তিনজনকে এবং পরদিন আরও তিনজনকে গ্রেফতার করে।
Leave a Reply