“নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলদেশ” স্লোগনকে সামনে রেখে লোহাগাড়ায় গত ২৪ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ্ উদ্যাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ উল্লাহ্। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম. ইব্রাহিম কবির, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম ও পল্লী জীবিকায়ন কর্মকর্তা কানিজ ফাতেমা। বক্তব্য রাখেন, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ রাশু, মৎস্যচাষী কুতুব উদ্দীন, আবদুল ওয়াহাব ও আবদুল আজিজ। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুর রাজ্জাক। আলোচনা সভা শেষে উপজেলার ৩জন সফল মৎস্যচাষীকে পুরস্কৃত করা হয়।
এতে বক্তারা বলেন, মৎস্য চাষীদের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন। আলোচনা সভার পূর্বে এক র্যাল বের করা হয়। পরে, উপজেলা পরিষদ পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করা হয়েছে।
Leave a Reply