লোহাগাড়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ জুলাই) সকাল ১২টায় উপজেলা কনফারেন্স হলরুমে সভার সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. শরীফ উল্যাহ। এতে প্রধান ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান এম. ইব্রাহিম কবির। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহজাহান, স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা মোহাম্মদ হানিফ, কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম, লোহাগাড়া থানার ওসি আতিকুর রহমান, লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান নুরুচ্ছাফা চৌধুরী, মুক্তিযোদ্ধা কমাণ্ডার আকতার আহমদ সিকদার, চুনতি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু, কলাউজান ই্উপি চেয়ারম্যান আবদুল ওয়াহেদ, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান মো. ইউনুছ ও পুটিবিলা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক। এছাড়াও সাংবাদিক ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মরত কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা সদরে যানজট দূরীকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ সার্বিক আইন শৃঙ্খলার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
Leave a Reply