লোহাগাড়ায় অনিবন্ধিত মোটরযান, থ্রি-হুইলার ও ড্রাইভিং লাইসেন্স বিহীন মোটরযান চালানো এবং রেজিস্ট্রেশন ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ ৮ আগস্ট উপজেলার মোস্তাফিজুর রহমান কলেজের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান। ওই সময় বিভিন্ন অপরাধে মোট ৪১ জনকে ৪১টি মামলায় ১২ হাজার সাতশো টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান বলেন, অভিযানকালে সড়ক পরিবহন আইন মেনে চলতে সকলকে সচেতন করা হয়। এছাড়া মহাসড়কে ত্রি-হুইলার চলাচল করতে হাইকোর্টের নিষেধাজ্ঞা প্রতিপালনের জন্য চালকদের নির্দেশনা দেয়া হয়। পরবর্তীতে আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Leave a Reply