জাতীয় শোক দিবসে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
১৫ আগস্ট সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরুর নেতৃত্বে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সময় লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে খতমে কোরআন, দোয়া মাহফিল ও এক আলোচনা সভার আয়োজন করা হয় বটতলীস্থ সংগঠন কার্যালয়ে।
বেলা ১২ টায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খোরশেদ আলম চৌধুরী। সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরুসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
Leave a Reply