চট্টগ্রামের পটিয়া পৌরসভার সাবেক মেয়র শামসুল আলমের স্ত্রী জেসমিন আক্তার তার ছেলে মাইনুলের গুলিতে নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। আজ মঙ্গলবার (১৬ আগস্ট) বেলা পৌনে ২টার দিকে পৌর সদরের ৫ নম্বর ওয়ার্ডের নিজ বাড়িতে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, সামশুল আলম মাস্টারের মৃত্যুর পর জায়গা ও ব্যাংক একাউন্টের টাকা নিজের নামে দেওয়ার বিষয়ে মায়ের সাথে বাকবিতণ্ডা হয় ছেলে মাইনুদ্দীন মোহাম্মদ মাঈনুরের। একপর্যায়ে মা জেসমিন আক্তারের মাথায় গুলি করে পালিয়ে যায় মাইনুদ্দীন। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে পটিয়ার এক বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। চমেক হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম। তিনি বলেন, পটিয়া পৌর সদরের ৫ নম্বর ওয়ার্ডের সবজাপাড়ায় ছেলে মাঈনুদ্দীনের গুলিতে নিহত হয়েছেন মা জেসমিন আক্তার। খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করেছি। বাড়িতে তল্লাশি চালিয়ে ১০ রাউন্ড গুলি ও একটি এয়ারগান উদ্ধার করা হয়েছে। তবে মাঈনুদ্দীন পালিয়ে গেছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
Leave a Reply