চট্টগ্রামের লোহাগাড়ায় উপজেলা প্রশাসনের অভিযানে বড়হাতিয়া সেনের হাটে নুরুল কবির স্টোরের মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অননুমোদিত গ্যাস সিলিন্ডার ও চাল বিক্রিসহ নানান অপরাধে ১৬ আগস্ট মঙ্গলবার এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহজাহান। সাথে ছিল লোহাগাড়া থানা পুলিশের একটি টিম। সংশ্লিষ্ট এক সূত্র মতে উক্ত স্টোরে অন্তত আড়াইশ লিটার সয়াবিন তেলও পাওয়া যায়।
এছাড়াও গত ১৩ আগস্ট উপজেলা প্রশাসনের পৃথক অভিযানে ১১ হোটেল রেস্তোরায় ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনা অভিযোগ আনা হয়েছে এসব হোটেল রেস্তোরার মালিকদের বিরুদ্ধে।
Leave a Reply