লোহাগাড়ায় উপজেলা প্রশাসনের অভিযানে অবৈধভাবে সরকারী খাস খতিয়ানভুক্ত পাহাড় কাটার দায়ে দুই জনকে কারাদন্ড দেওয়া হয়েছে।
গত ১৬ আগস্ট মঙ্গলবার বড়হাতিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেছেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান।লোহাগাড়া থানা পুলিশের একটি টিম এ অভিযানে সহযোগিতা দিয়েছেন।
দন্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, উপজেলার চরম্বা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা কায়েস উদ্দীন ও বড়হাতিয়া ইউয়িনে ৪নং ওয়ার্ডের বাসিন্দা মো. তারেক আজিজ। উক্ত দুইজনকে যথাক্রমে ১ মাস ও ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করা হয়েছে। তবে, এ পাহাড় কাটার নেপথ্যে কে তা প্রকাশ পায়নি।
Leave a Reply