লোহাগাড়া উপজেলা প্রশাসনের অভিযানে পুটিবিলা ও চুনতি ইউনিয়নের দু’টি খাল থেকে অবৈধভাবে উত্তোলিত ২৬ হাজার ঘনফুট বালু জব্দ করার সংবাদ পাওয়া গেছে। বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দু’টি মেশিনও নিষ্ক্রিয় করা হয়েছে উক্ত অভিযানে। তবে, অভিযান চলাকালে বালু উত্তোলনে জড়িত কারো পাওয়া যায়নি। অভিযানের টের পেয়ে জড়িতরা তাৎক্ষণিকভাবে গা ঢাকা দিয়েছে। সংশ্লিস্ট সূত্র এ তথ্য জানায়। অভিযানে পুটিবিলা ইউনিয়নের দক্ষিণ পহরচাঁদা এলাকায় সরই খালে জব্দ করা হয়েছে ১৫ হাজার ঘনফুট বালু এবং চুনতি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোসকাইন্না খালে জব্দ হয়েছে ১১ হাজার ঘনফুট বালু। ২০ অক্টোবর বৃহস্পতিবার অভিযান পরিচালনা করেছেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহজাহান। উক্ত অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন এসআই রুহুল আমিনসহ লোহাগাড়া থানা পুলিশের একটি টিম।
সংশ্লিষ্ট সূত্রমতে উক্ত দু’খাল থেকে প্রভাবশালী দু’টি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে বাণিজ্য চালিয়ে আসছিল দীর্ঘদিন থেকে। এতে সরকার মোটা অংকের রাজস্ব হতে বঞ্চিত হয়। সংবাদ পেয়ে লোহাগাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিচালনা করা হয় এ অভিযান।
Leave a Reply