চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চুনতির আশেকে রসুল (স.) অলিকুল শিরোমণি হযরত আলহাজ্ব শাহ্ মাওলানা হাফেজ আহমদ (রা.আ:) শাহ্ সাহেব কেবলা কর্তৃক প্রবর্তিত ঐতিহাসিক ১৯ দিনব্যাপী ৫২তম সিরতুন্নবী (সা.) মাহফিলের সমাপনী দিবস আজ ২৬ অক্টোবর বুধবার। অদ্য সকাল ৯টায় শুরু হয়ে আগামীকাল বৃহস্পতিবার ফজর নামাজের পূর্বে খুতবায়ে ছদর, মিলাদ মাহফিল ও আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটবে।
আজ সমাপনী দিবসে আলোচনা পেশ করবেন, নারায়নগঞ্জ জৈনপুরী দরবারের পীর ড. মাওলানা এনায়েত উল্লাহ আব্বাসী আস্ ছিদ্দিকী, চবি’র আরবি বিভাগের অধ্যাপক ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: শরীয়া বোর্ডের চেয়ারম্যান ড. মাওলানা গিয়াস উদ্দীন তালুকদার, ঢাকার ইসলামী আরবি বিশ^বিদ্যালয়ের উপচার্য প্রফেসর ড. মাওলানা আহসান উল্লাহ্, বায়তুশ শরফের পীর মাওলানা মুহাম্মদ আবদুল হাই নদভী, ঢাকার ইসলামি চিন্তাবিদ ও গবেষক ড. মাওলানা ঈসা শাহেদী, মাওলানা শহিদুল ইসলাম বারাকাতি, ড. মাওলানা আ.ফ.ম খালেদ হোছাইন, মাওলানা ওবায়দুল্লাহ্ হামযা, কাজী মাওলানা মো. নাছির উদ্দীন, হাফেজ মাওলানা মো. শাহ্ আলম সাহেব, মাওলানা ফানাফিল্লাহ্ বিন আজাদ, মাওলানা এহসান উল্লাহ্ আব্বাসী, ড. মাওলানা আ.ক.ম আবদুল কাদের ও মাওলানা শাহাদত হোছাইন। এতে সভাপত্বি করবেন এ মাহফিল মুতাওয়াল্লী কমিটির সভাপতি হযরত শাহ্ সাহেব কেবলার দৌহিত্র মাওলানা হাফিজুল ইসলাম আবদুল কালাম আজাদ। তেলাওয়াতে কালাম পাঠ করবেন-ক্বারী মাওলানা ওবায়দুল্লাহ আব্বাসী। না’আতে রসূল (সা:) পাঠ করবেন-হযরত শাহ্ সাহেব কেবলার দৌহিত্র শাহ্জাদ মাওলানা ইমাম বায়হাকী (ইতমাম)। এছাড়াও সরকারী-বেসরকারী, উচ্চপদস্থ কর্মকর্তা ও রাজনীতিবিদগণ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
চুনতী সীরাত মাহফিলে ৩ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষের খাবারের আয়োজন করা হয়। আখেরি মোনাজাতে সারাদেশের বিভিন্ন জেলা ছাড়াও ভারত, মিয়ানমার থেকে এসে অনেকে অংশগ্রহণ করেন। এ দিন লাখ লাখ মুসল্লির ঢল নামে এ মাহফিলে। এতে ধর্ম-বর্ণ নির্বিশেষে যোগদান করার জন্য সীরত কমিটির সাংগঠনিক সম্পাদক হযরত শাহ্ সাহেব কেবলার দৌহিত্র শাহ্জাদা মাওলানা আব্দুল মালেক ইবনে দ্বীনার নাজাত ও সীরত মিডিয়া উপ-কমিটির আহ্বায়ক শাহজাদা তৈয়বুল হক বেদার অনুরোধ জানিয়েছেন।
Leave a Reply