চট্টগ্রামের লোহাগাড়ায় এক বিদেশযাত্রীর পাসপোর্ট ও বিমান টিকেট ছিনতাইকালে আবু ছৈয়দ (২৫) নামের এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। পরে, পুলিশ আটক যুবককে নিয়ে অভিযান চালিয়ে ছিনতাইকারী দলের অপর সদস্যের বসতঘর থেকে পাসপোর্ট ও বিমান টিকেট উদ্ধার করে বিদেশযাত্রী শাহ্জাহান (২৮) এর হাতে তুলে দেয়।
গতকাল বুধবার দুপুর ১২টার দিকে উপজেলা সদর ইউনিয়নের দক্ষিণ সুখছড়ি খালেকীয়া মাদ্রাসার উত্তর পার্শ্বে দরবেশহাট ডিসি সড়কে এ ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে।
আটক আবু ছৈয়দ লোহাগাড়া সদর ইউনিয়নের দক্ষিণ সুখছড়ি গ্রামের গোলাম মোহাম্মদ পাড়ার আব্দুল শুক্কুরের ছেলে বলে জানা গেছে।
জানা যায়, লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডে নয়া পাড়ার আব্দুল আলিমের ছেলে বিদেশযাত্রী মোহাম্মদ শাহ্জাহান (২৮) তার এক সঙ্গীসহ গতকাল সকালে সৌদি আরবের উদ্দেশ্যে সিএনজি অটোরিকশা যোগে নিজ বসতঘর থেকে বের হন। পথে ছিনতাইকারীর একটি দল নিজেদের পুলিশ পরিচয় দিয়ে গাড়িটির গতিরোধ করে। একপর্যায়ে লাঠি ও ধারালো অস্ত্র উচিয়ে যাত্রীর পাসপোর্ট ও বিমান টিকেটভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা। পরে ধাওয়া করে ছিনতাইকারী দলের এক সদস্য আবু সৈয়দকে আটক করে স্থানীয়রা। খবর পেয়ে লোহাগাড়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে আটক যুবক আবু ছৈয়দকে নিয়ে অভিযান চালিয়ে ছিনতাইকারী দলের অপর সদস্যের বসতঘর থেকে থেকে পাসপোর্ট ও বিমান টিকেট উদ্ধার করে বিদেশযাত্রী শাহজাহানের কাছে তুলে দেয়।
এ প্রসঙ্গে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে। আটক যুবক আবু ছৈয়দকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে। এ ঘটনায় জড়িত ছিনতাইদলের অপর সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
Leave a Reply