চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ২ দোকানিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ২২ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলার বটতলী দরবেশ হাট রোড নামক এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ উল্যাহ’র নেতৃত্বে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
সূত্রে জানা যায়, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে জে বি এল ফার্মেসিকে ৩০ হাজার টাকা ও সি. আর মেডিকেল হলকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ অভিযানকালে লোহাগাড়া থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ইউএনও শরীফ উল্যাহ্ জানান, জনসচেতনতায় ও জনকল্যাণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply