লোহাগাড়ায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের নির্মম আঘাতে আহত বিদেশ ফেরত যুবক আবু জাহেদ (৪০) মারা গেছে। ঘটনার ৪ দিন পর চট্টগ্রাম নগরীর এক বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩ জানুয়ারী মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে প্রাণ হারান তিনি। বিদেশ ফেরত এ যুবক উপজেলার চুনতি ইউনিয়নের সাতগড় গ্রামের পাঠিয়াল পাড়ার মৃত সাহেব মিয়ার পুত্র। তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক বলে জানা গেছে। তার মৃত্যুর ব্যাপারে নিশ্চিত করেছেন চুনতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন। এ ঘটনার ব্যাপারে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য যে, প্রতিপক্ষের লোকজন গত ৩০ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে নিজ এলাকায় তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় নগরীর এক বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন যুবক আবু জাহেদের নিকট প্রতিবেশী নুরুচ্ছফা।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানান, এঘটনায় ৫ জনকে আসামি করে মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply