হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের মুনিয়া পুকুরপাড় এলাকায় শামসুন নাহার (৬০) নামে এক মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল রবিবার (১৪ ফেব্রুয়ারী) সকালে নিজ বাড়ি থেকে অনেক দুরে মুনিয়াপুকুর পাড় এলাকার বৈদ্যপাড়ার মন্দির সংলগ্ন পুকুরপাড়ে গাছের ডালের সাথে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। নিহত নারী উপজেলার ধলই ইউনিয়নের পশ্চিম ধলই গোলাফ শাহ ফকির বাড়ির বীর মুক্তিযোদ্ধা মৃত রশিদ আহাম্মদের স্ত্রী।
হাটহাজারী মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক প্রদীপ জানান, সকাল ৮টার দিকে স্থানীয়রা লাশটি দেখে থানায় খবর দিলে সকাল সাড়ে ৯টার দিকে এসআই কবিরসহ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার কর হয়। প্রাথমিকভাবে আমরা জেনেছি তিনি আর্থিক অভাবের কারণে আত্মহত্যা করেছেন। এলাকাবাসী জানান, নিহতের স্বামী মুক্তিযোদ্ধা ছিলেন। নিয়মিত স্বামীর ভাতা পেতেন। মাসিক ১২ হাজার টাকা পেলেও সংসারের খরচের জন্য তার রাজমিস্ত্রি ছেলে বাপ্পুকে ৩ হাজার টাকা দিতেন। আড়াই বছর আগে মেয়ের বিয়ের জন্য মুক্তিযোদ্ধা লোন নিয়ে তা পরিশোধও করেন। এখনো একটি সাপ্তাহিক কিস্তি আছে। ওই কিস্তির প্রায় সব টাকা পরিশোধ করা হয়েছে বলে জানান বাপ্পু। শেষ বয়সে এসে বাড়ি থেকে অনেক দুরে গিয়ে কেন তার মা আত্মহত্যা করেছে সেটার জবাব খুজে পাচ্ছেনা ছেলে বাপ্পু।
Leave a Reply