‘কারো তাঁবেদারী করে না’- এই স্লোগানে ১৯৯৮ সালে যাত্রা শুরু হয় মানবজমিন পত্রিকার। তারপর থেকেই সত্যকে অবলম্বন করেই কোটি পাঠকের হৃদয়ে জায়গা করে নিয়েছে দক্ষিণ এশিয়ার প্রথম এই ট্যাবলয়েড দৈনিকটি। হাজারো প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে অকুণ্ঠভাবে মানবজমিন গণমানুষের কথা বলে যাচ্ছে’।
সোমবার বগুড়ায় দৈনিক মানবজমিনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অতিথিবৃন্দ এসব কথা বলেন। দুপুরে শহরের হেলাল মুকুল কমপ্লেক্সের চারতলায় বগুড়া অফিসে কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অতিথিরা। পরে বগুড়া প্রতিনিধি প্রতীক ওমরের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তারা আরো বলেন, দেশে প্রচলিত পত্রিকাগুলোর মধ্য মানবজমিন সত্য বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী সাংবাদিকতার এক নজির বিহীন দৃষ্টান্ত। বক্তরা সম্পাদকসহ পত্রিকার সাথে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। এসময় তারা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে বগুড়ার বিশিষ্ট চিকিৎসক এ এইচ এম মশিহুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. হাসানাত আলী, ড. শাকিল আহমেদ, বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রেজাউল হাসান রানু, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি মির্জা সেলিম রেজা, সাধারণ সম্পাদক গণেশ দাস, ফোর আর হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. রেজাউল করিম, রোচাস রেস্টুরেন্টের ব্যবস্থাপনা পরিচালক তাহমিনা পারভীন শ্যামলী, সহ সভাপতি আব্দুস সাত্তার, কোষাধ্যক্ষ আব্দুল ওয়াদুদ, দপ্তর সম্পাদক সুমন সরকার, সাবেক সহ সভাপতি হাবিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক এফ শাজাহান, দৈনিক ইনকিলাবের আঞ্চলিক প্রধান, মহসিন আলী রাজু, দৈনিক নয়া দিগন্তর স্টাফ রিপোর্টার আবুল কালাম আজাদ, বিডিনিউজ২৪ ডট কমের বগুড়া প্রতিনিধি জিয়া শাহিন, পুন্ড্র টেলিভিশনের সিইও এসএম আবু সাঈদ, ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মোমিনুর রশিদ শাইন, সময় টেলিভিশনের বগুড়া প্রতিনিধি মাজেদ রহমান, একাত্তর টিভির বগুড়া প্রতিনিধি শাজাহান আলী বাবু, দৈনিক সাতমাথার স্টাফ রিপোর্টার মোস্তফা মোঘল, সাপ্তাহিক বরেন্দ্র খবরের সম্পাদক ইকবাল হোসেন, দৈনিক বগুড়ার স্টাফ রিপোর্টার জহুরুল ইসলাম, দৈনিক মানবজমিনের নন্দীগ্রাম প্রতিনিধি নাজির আহমেদ, শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি খালিদ হাসান, এনটিভির এমদাদ হোসেন, দৈনিক পাঞ্জেরীর বগুড়া প্রতিনিধি এটিএম সাদিকুর রহমান লিটন, দৈনিক মুক্তজমিনের স্টাফ রিপোর্টার আ: ওয়াহেদ ফকির, মো: রতন মিয়া প্রমুখ।।
Leave a Reply