বান্দরবান পৌরসভার নবনির্বাচিত মেয়র মোহাম্মদ ইসলাম বেবীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদরাসার শিক্ষকবৃন্দ। সেই সাথে তাঁরা মেয়রের কর্মজীবন যাতে সুন্দর হয় সেই আশাবাদ ব্যক্ত করেন।
গত মঙ্গলবার সন্ধ্যায় নবনির্বাচিত পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবীকে সংবর্ধনা জানায় তাঁরা। ওই সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ বদরুল হক, মাওলানা আলী আকবর, মাওলানা ওসমান গনি, মাওলানা নুর মোহাম্মদ ছিদ্দিক, মাওলানা এস,এম,ইলিয়াস ও মোহাম্মদ আবদুস সাত্তার প্রমুখ।
উল্লেখ্য, বিগত ১৪ ফেব্রুয়ারী বান্দরবান পৌরসভা নির্বাচনে সকাল থেকেই ভোটারদের বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটারের আকর্ষন ছিলকে নগর পিতা হবেন।সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ২য় বারের মত নৌকা প্রতিক নিয়ে মেয়র নির্বাচিত হলেন মোহাম্মদ ইসলাম বেবী। নির্বাচিত হওয়ার পর হতে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন।
Leave a Reply