নোয়াখালী ও ফেনীর দুই সাংসদের অপরাজনীতি বন্ধে ব্যবস্থা গ্রহণ এবং নোয়াখালীর ডিসি, এসপি, কোম্পানীগঞ্জ থানার ওসি ও পরিদর্শক তদন্তকে প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জার ডাকে হরতাল পালিত হয়।
আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুরু হওয়া হরতাল চলে দুপুর ১২টা পর্যন্ত। যদিও এর আগে বেলা দুইটা পর্যন্ত হরতাল ডাকা হয়েছিল। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক পরীক্ষার কারণে হরতাল দুই ঘণ্টা শিথিল করা হয়।
আজ সকালে হরতালের পক্ষে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করা হয়। পিকেটিংকালে দলীয় নেতা-কর্মীদের হাতে লাঠিসোঁটা দেখা গেছে। সকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা কোম্পানীগঞ্জের বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ফেলে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। হরতালের কারণে বসুরহাট বাজারসহ বিভিন্ন বাজারের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। বসুরহাট শহরের গুরুত্বপূর্ণ স্থানে সকাল থেকে পুলিশ মোতায়েন ছিল। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
Leave a Reply