আগামী রমজান মাসের আগেই (এপ্রিলের মাঝামাঝি) ৪’শর বেশি ইউনিয়ন পরিষদে নির্বাচন গ্রহণের পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এর তফসিল হতে পারে মার্চ মাসের প্রথম দিকেই।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হবে। একইসাথে শেষধাপে বাকি আরও ৯ পৌরসভায়ও ভোট গ্রহণে সিদ্ধান্ত নিতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। নির্বাচন কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।
এর আগে গত ১১ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছিলেন, আগামী ৭ এপ্রিল আরও একটি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। সাথে সাথে কিছু ইউপিতেও নির্বাচন হবে। তবে কয়টি পৌরসভা ও ইউপিতে নির্বাচন হবে তা ১৭ ফেব্রুয়ারি কমিশনের সভায় চুড়ান্ত হবে।
ইসি সূত্র জানায়, বুধবার বিকাল ৩টায় কমিশন সভাটি অনুষ্ঠিত হবে।
আইনমতে আগামী ২১ মার্চের আগেই দেশের ৭৫০টি ইউপিতে নির্বাচনের কথা ছিল। কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত না থাকায় মার্চে ভোট গ্রহণ সম্ভব হচ্ছে না। আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা হবে।
Leave a Reply