চট্টগ্রাম প্রতিবেদক:
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে লোহাগাড়া জেনারেল হাসপাতালের পক্ষ থেকে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়েছে।
এদিন সকালে লোহাগাড়া কেন্দ্রীয় স্মৃতিসৌধে এ শ্রদ্ধার্ঘ অর্পণ করেন ওই হাসপাতাল কর্তৃপক্ষ।
ওইসময় লোহাগাড়া জেনারেল হাসপাতালের পরিচালক ডা. রিটন দাস, মুহাম্মদ নজরুল ইসলাম, মো. জাহাঙ্গীর আলম, হাসপাতালের কোষাধ্যক্ষ তৌহিদুল ইসলাম, মো. নুরুল আলম ও সমীর দাশ উপস্থিত ছিলেন।
“ভাষা-আন্দোলন ছিল আমাদের মাতৃভাষার অধিকার-প্রতিষ্ঠার পাশাপাশি নিজস্ব জাতিসত্তা, স্বকীয়তা ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষারও আন্দোলন। আমাদের স্বাধিকার, মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধে অমর একুশের অবিনাশী চেতনাই যুগিয়েছে অফুরন্ত প্রেরণা ও অসীম সাহস।
এইদিন লোহাগাড়া জেনারেল হাসপাতালের পরিচালক ডা. রিটন দাশ উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, “ফেব্রুয়ারির রক্তঝরা পথ বেয়েই অর্জিত হয় মাতৃভাষা বাংলার স্বীকৃতি এবং এরই ধারাবাহিকতায় আসে বাঙালির চিরকাঙ্ক্ষিত স্বাধীনতা, যার নেতৃত্ব দিয়েছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মাতৃভাষার জন্য জীবন-উৎসর্গ বিশ্বে বিরল ঘটনা।”
Leave a Reply