অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়া উপজলায় এক আলোচনা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার প্রথম প্রহরে সম্মিলিত ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত এরমধ্যে দিয়ে আলোচনা সভা শুরু হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, ‘মাতৃভাষা আন্দোলন আমাদের স্বাধিকারের প্রথম আন্দোলন। এ আন্দোলনই স্বাধীনতার পথ দেখিয়েছে। বায়ান্নর ভাষা আন্দোলন বাঙালিদের শিখিয়েছে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে মাথা উচু করে দাঁড়াতে হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আহসান হাবীব জিতু ।
লোহাগাড়া উপজেলা শিক্ষা অফিসার মুুহাম্মদ নুরুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ( ভূমি) নীলূফা ইয়াসমিন চৌধুরী, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিন্টু, দপ্তর সম্পাদক শাহজাদা তৈয়বুল হক বেদার, তথ্য ও গবেষণা সম্পাদক সাইফুল আলম চৌধুরী, লোহাগাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের প্রচার-প্রকাশনা সম্পাদক মুুহাম্মদ আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা রফিক দিদার, দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমশুল আলম, লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাস্টার এসকে সামশুল আলম, লোহাগাড়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও ডেইলি চট্টগ্রাম সম্পাদক এইচ এম জসিম উদ্দীন, দপ্তর সম্পাদক রায়হান সিকদার প্রমূখ।
এছাড়াও উপজেলার জনপ্রতিনিধি, শিক্ষক, ছাত্র-ছাত্রী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply