লোহাগাড়ায় উপজেলা প্রশাসন কাপ ব্যাডমিন্টন টূর্ণামেন্টের শুভ উদ্বোধন হয়েছে । উপজেলা অফিসার্স ক্লাব মাঠে অফিসার্স ক্লাবের আয়োজনে সোমবার রাত ৯টায় আতশবাজি ও ফানুস উড়িয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয় ।
খেলায় উপজেলা নির্বাহী কর্মতকর্তাসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। ৮ টি দলের অংশগ্রহণে নকআউট পর্বে উদ্বোধনী ১ম খেলায় ইউএনও আহসান হাবিব জিতু দল উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন দলকে পরাজিত করেন।
উদ্বোধনীয় অনুষ্ঠানে ইউএনও আহসান হাবিব জিতুর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াছমিন, লোহাগাড়া থানার ওসি জাকির হোসেন মাহমুদ, চুনতি পুলিশ ফাঁড়ি’র ইনচার্জ রাফিকুল ইসলাম জামান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এসকে সামশুল ইসলামসহ সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ।
Leave a Reply