মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে লোহাগাড়া প্রেস ক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়েছে।
ওই সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, লোহাগাড়া সাংবাদিক ফোরামের সভাপতি ও প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি এম এম আহমদ মনির, লোহাগাড়া প্রে ক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক এইচ এম জসিম উদ্দিন, অর্থ সম্পাদক খোকন সুশীল, দপ্তর সম্পাদক রায়হান সিকদার, সদস্য ডা. কামাল উদ্দিন ও আরিফুল ইসলাম রিফাত প্রমুখ।
ওইদিন ক্লাবের নেতৃবৃন্দরা বলেন, ফেব্রুয়ারির রক্তঝরা পথ বেয়েই অর্জিত হয় মাতৃভাষা বাংলার স্বীকৃতি এবং এরই ধারাবাহিকতায় আসে বাঙালির চিরকাঙ্ক্ষিত স্বাধীনতা, যার নেতৃত্ব দিয়েছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মাতৃভাষার জন্য জীবন-উৎসর্গ বিশ্বে বিরল ঘটনা।
Leave a Reply