সড়ক দূর্ঘটনায় আহত লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরীকে দেখতে গেলেন আওয়ামী লীগের সাধরণ সম্পাদক সালাহ্ উদ্দীন হিরসহ অন্যান্য নেতৃবৃন্দরা।
রোববার দুপুরে তাঁর বাড়িতে দেখতে যান তাঁরা। এ সময় তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং আশু সুস্থতা কামনা করেন নেতৃবৃন্দরা।
ওইসময় এতে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক কাসেম মিয়া, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিন্টু, কোষাধ্যক্ষ মাহমদুল হক চৌধুরী, দপ্তর সম্পাদক শাহজাদা তৈয়বুল হক বেদার, কার্যনির্বাহী সদস্য ও লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, হারুনর রশিদ রাসু, আমিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক হেফাজত সিকদারসহ শতাধিক আ.লীগ অঙ্গসংগঠনের রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক এবং সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী পুটিবিলা এলাকায় সড়ক দূর্ঘটনায় আহত হন।
Leave a Reply