লোহাগাড়ায় কেক কেটে দৈনিক আমার সংবাদ এর ৮ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলা সদরস্থ বটতলী মোটর ষ্টেশনের একটি অভিজাত রেষ্টুরেন্টের হলরুমে ৮ম বর্ষপূর্তি উপলক্ষে উপজেলা প্রতিনিধি আরিফুল ইসলাম রিফাতের উদ্যোগে এক আলোচনা সভা ও কেক কাটা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ। লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক রায়হান সিকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া ব্রিকস ফিল্ড মালিক সমিতির সাধারণ সম্পাদক শিল্পপতি আলহাজ্ব সরওয়ার কোম্পানী, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহজাদা তৈয়বুল হক বেদার, লোহাগাড়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৌদি আরব রিয়াদ যুবলীগের সহ-সভাপতি ওবাইদুল হক, কামরুল হুদা, লোহাগাড়া প্রেস ক্লাবের অর্থ সম্পাদক খোকন সুশীল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহেদুল ইসলাম, লোহাগাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল খালেক, অর্থ সম্পাদক মোজাহিদ হোসাইন, দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার লোহাগাড়া প্রতিনিধি আবদুল করিম, সাতকানিয়া সাংবাদিক ফোরামের সদস্য জাহেদুল ইসলাম, অমিত কর্মকার প্রমুখ।
Leave a Reply