চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ ফেব্রুয়ারি রোববার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভা কক্ষে এই মাসিক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহসান হাবিব জিতুর সভাপতিত্বে সভায় এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, ভাইস চেয়ারম্যান এম ইব্রাহিম কবির, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আকতার, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ, লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান নুরুচ্ছাফা চৌধুরী, মুক্তিযোদ্ধা কমাণ্ডার আকতার আহমদ সিকদার, চুনতি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু, কলাউজান ই্উপি চেয়ারম্যান আবদুল ওয়াহেদ, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান এমডি জুনাঈদ চৌধুরী, পুটিবিলা ইউপি চেয়ারম্যান হাজ্বী ইউনুছ, উপজেলা আওয়ামীগ নেতা এইচ এম গনি সম্রাট ও লোহাগাড়া প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক এইচ জসিম উদ্দীন প্রমূখ। এছাড়াও সভায় উপজেলার ৯ ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বার ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মরত কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সভায় বক্তারা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি মাদক-জুয়া, চুরি-ডাকাতি, বাল্যবিবাহ, যৌতুক, নারী-নির্যাতন, ইভটিজিং ও যানজট বিষয়সহ আইনশৃংখলা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্বারোপ করেন।
Leave a Reply