লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরীর মায়ের কবর জিয়ারত করলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলা সদরের জমিদার পাড়া মসজিদ প্রাঙ্গণে এই আ.লীগ নেতার মায়ের কবর জেয়ারত করেন তিনি ।
এসময় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম আমিন মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যের প্রতি সমবেদনা জানান। পরে, উপজেলা আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরীর মায়ের কবরে শ্রদ্ধা নিবেদন করেন ।
এতে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাহ্ উদ্দীন হিরু ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কুতুব উদ্দীন। এছাড়াও লোহাগাড়া-সাতকানিয়া উপজেলার আ.লী অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply