যথাযোগ্য মর্যাদায় গত ১৭মার্চ বুধবার লোহাগাড়ায় পালিত হয়েছে ইতিহাসের মহানয়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে লোহাগাড়ায় উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন নানা কর্মসূচী পালন করে। লোহাগাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুতে প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর বের করা হয় এক র্যালী। পরে, উপজেলা পাবলিক হলে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব জিতু। বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, ভাইস চেয়ারম্যান এম.ইব্রাহীম কবির, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা: মোহাম্মদ হানিফ ও লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহামুদ প্রমুখ। এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কেক কাটা হয়।
এদিকে, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে খতমে কোরআন, মিলাদ, দোয়া মাহফিল ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে বের করা হয় এক র্যালী। পরে, লোহাগাড়া বটতলীস্থ দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি খোরশেদ আলম চৌধরী। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু ও চেয়ারম্যান নুরুচ্ছফা চৌধুরী। আলোচনা সভা শেষে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে কেক কাটা হয়। অনুষ্ঠানে আওয়ামীলীগসহ অঙ্গ ও সহযোগিতা সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বিকেলে লোহাগাড়া বতটলী মোটর ষ্টেশনে উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এছাড়াও লোহাগাড়া প্রেসক্লাবের উদ্যোগে সভাপতি নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবুল কামাল আজাদের নেতৃত্বে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। ওই সময় লোহাগাড়া প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক এইচ এম জসিম উদ্দিন, অর্থ সম্পাদক খোকন সুশীল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুুহাম্মদ জাহেদুল ইসলাম, দপ্তর সম্পাদক মুহাম্মদ রায়হান সিকদার, মুুহাম্মদ আবদুল করিম ও মুুহাম্মদ আরিফুল ইসলাম রিফাত উপস্থিত ছিলেন।
অপরদিকে, উপজেলার দক্ষিণ শুকছড়ি আবদুল খালেক শাহ্ আমিরিবিয়া হোসাইনিয়া, হাফেজুল উলুম ফাযিল মাদ্রাসায় জাতির জনকের জন্মশত বার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে মাদ্রাসা চত্বর থেকে বের করা হয় এক বর্ণাঢ্য র্যালী। কর্মসূচীর মধ্যে ছিল আবৃত্তি ও বক্তৃতা প্রতিযোগিতা। এছাড়াও সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মাদ্রাসার বার্ষিক সভা। সভায় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আহসান হাবিব জিতু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম.ইব্রাহিম কবির, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহামুদ ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আক্তার আহামদ সিকদারসহ গন্যমান্য ব্যক্তিগণ।
Leave a Reply