লোহাগাড়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের নকআউট পর্বের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ১৯ মার্চ শুক্রবার বিকেল ৪টায় লোহাগাড়া শাহ্পীর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ টূর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।
এতে মুখোমুখি হয় আমিরাবাদ ইউনিয়ন পরিষদ একাদশ বনাম চরম্বা ইউনিয়ন পরিষদ একাদশ। খেলার নির্ধারিত সময়ের মধ্যে আমিরাবাদ ইউনিয়ন পরিষদ একাদশ ৪-০ গোলে জয়লাভ করে।
ওই সময় উপস্থিত ছিলেন টূর্ণামেন্ট কমিটির আহ্বায়ক উপজেলা ভাইস চেয়ারম্যান এম. ইব্রাহিম কবির, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলালা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সামশুল আলম, সাংবাদিক ফোরামের সেক্রেটারী আবদুল খালেক, লোহাগাড়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এইচ এম জসিম উদ্দিন, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান এসএম ইউনুচ, চরম্বা ইউপি চেয়ারম্যান শফিক উদ্দীন, লোহাগাড়া শাহ্পীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর, ব্যাংকার মো. মোজাহিদ, লোহাগাড়া ইউপি’র সাবেক মেম্বার নাছির উদ্দীন, আমিরাবাদ ইউপি সদস্য মো. নুরুন্নবী, এরশাদুজ্জামান চৌধুরী, জাহাঙ্গীর আলম, চরম্বা ইউপি সদস্য মো. সোয়াইমান। খেলায় উপস্থাপনা করেন জনপ্রিয় ধারাভাষ্যকার ও তরুণ সংগঠক মুহাম্মদ কায়সার হামিদ।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে লোহাগাড়া উপজেলা পরিষদের উদ্যোগে এ ফুটবল টূর্ণামেন্টের আয়োজন করা হয়। মাঠে এলাকার হাজার হাজার দর্শক খেলা উপভোগ করেন।
Leave a Reply