লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজারমহাসড়কে হাইয়েস মাইক্রোবাস উল্টে গিয়ে দু’মহিলা যাত্রীর করুণ মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছে চালকসহ আরো ৪জন।
উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় ২১ মার্চ রবিবার ভোররাত সোয়া ৩টায় এদূর্ঘটনা ঘটেছে। নিহতরা হল নারায়নগঞ্জের সিদ্ধেরগঞ্জ উপজেলার ঝালকুড়ি এলাকার মোজাম্মেলের স্ত্রী মাহাবুবা আক্তার মিতা (২৫) ও একই এলাকার আব্দুল হামিদের স্ত্রী রুবিনা আক্তার (২৪)। লোহাগাড়া থানাধীন চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাফিকুল ইসলাম জামান এদূর্ঘটনার ব্যাপারে নিশ্চিত করেছেন।
জানাযায়, নারায়গঞ্জের সিদ্ধেরগঞ্জ থেকে ছেড়ে আসা কক্সবাজার মুখী হাইয়েস মাইক্রো বাসটি ঘটনাস্থলে পৌছলে উল্টে যায়। তবে দূর্ঘটনার সঠিক তথ্য পাওয়া যায়নি। পুলিশের মতে, চালক নিয়ন্ত্রণ হারালে এদূর্ঘটনা ঘটে। দূর্ঘটনা কবলিত গাড়ী দোহাজারী হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে জানা যায়। হাইওয়ে পুলিশ জানায়, এব্যাপারে লোহাগাড়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। নিহতদেরকে স্বজনদের হাতে তুলে দেয়া হয়।
Leave a Reply