লোহাগাড়ায় ৫ হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৩০মার্চ) চট্টগ্রাম আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (২৯ মার্চ) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে এ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, চট্টগ্রাম নগরীর সদরঘাট পশ্চিম মাদারবাড়ি ইসলাম মিয়া কলেজ রোড এলাকার মো. মোখলেছ মিয়ার পুত্র মোহাম্মদ রাসেল মিয়া (২৬)।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ বলেন , গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে পুলিশি টিম উল্লেখিত এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৫ হাজার পিস ইয়াবা নিয়ে তাকে আটক করে। মঙ্গলবার চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে জানান তিনি।
Leave a Reply