দৈনিক যুগান্তরের চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার আহমেদ মুসার বড় ভাই পুলিশ পরিদর্শক মো. ইব্রাহিমকে লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া কুমিরাঘোনা এলাকায় কবরস্থানে দাফন করা হয়েছে।
শনিবার (২৭ মার্চ )সকালে স্ট্রোক করে তিনি মারা যান। ওইদিন বিকেলে ঢাকার রাজারবাগ পুলিশ লাইনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। তারপর রাতে মরহুমের গ্রামের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া বায়তুশ শরফ মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। ওই সময় উপস্থিতি ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোছাইন মাহমুদ, চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক রাফিকুল ইসলাম জামান ও বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান এমডি জুনাঈদ চৌধুরী প্রমূখ।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। আগামীকাল বৃহস্পতিবার লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া কুমিরাঘোনা এলাকায় মরহুমের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
মোহাম্মদ ইব্রাহিম ১৯৯৩ সালের ১ ফেব্রুয়ারি পুলিশ বাহিনীতে যোগ দেন। সর্বশেষ তিনি ঢাকায় সিআইডির পরিদর্শক হিসাবে দায়িত্বরত ছিলেন।
তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
Leave a Reply