লোহাগাড়ায় চুনতি ইউনিয়নে মানসিক ভারসাম্যহীন এক যুবক গণপিটুনিতে মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। রাতে আধাঁরে ঘরে এক গৃহিণীর শ্লীতাহানির অভিযোগে ওই যুবককে গণপিটুনীর শিকার হতে হয়।
বৃহস্পতিবার ( ১ এপ্রিল ) ভোররাতে চুনতি ইউনিয়নের বাগান পাড়ায় এই ঘটনাটি ঘটেছে । গণপিটুনীতে নিহত যুবকের নাম সৈয়দ নূর (২৮)। সে একই উপজেলার আধুনগর ইউনিয়নের নূর মোহাম্মদ সিকদার পাড়ার মো. ইসলাম ওরফে লালু মিয়ার পুত্র। চুনতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন।
চুনতি পুলিশ ফাঁড়ির কর্মকর্তা রাকিফুল ইসলাম জামান বলেছেন, ময়নাতদন্তের জন্য লাশ প্রেরণ করা হয়েছে চট্টগ্রামমেডিকেল কলেজ হাসপাতাল মর্গে। এব্যাপারে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
জানা গেছে, যুবক সৈয়দ নূর কৌশলে বাগানস্থ গৃহিণীর ঘরে ঢুকে। একপর্যায়ে গৃহিণীকে জাপটে ধরে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। গৃহিণীসহ অন্যদের সৌরচিৎকারে চারপাশের লোকজন এগিয়ে এসে গণপিটুনি দেয় ওই যুবককে। এতে সে ঘটনাস্থলেই প্রাণ হারায়।
সংবাদ পেয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকারিয়া রহমান জিকু এবং লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোছাইন মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই ঘটনায় চুনতিতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
Leave a Reply