চট্টগ্রামের লোহাগাড়ায় পৃথক অভিযান চালিয়ে ৭ অপরাধীকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশে তৈরি দুইটি বন্দুক, ২১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কার জব্দ করেছে পুলিশ। গত ১০ মে রাতে উপজেলার চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
অভিযানে আটককৃতরা হলো কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালী এলাকার নিজতালুক পাড়ার মুহাম্মদ ফোরকানের ছেলে মফিজ উদ্দিন ওরফে জাহাঙ্গীর (২৭), ময়মনসিংহের উজান ঘাগড়া এলাকার মৃত শাহাব উদ্দিনের ছেলে কাজল মিয়া (৪০), লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের হাদুর পাড়ার তৈয়ব শাহ’র ছেলে ইরফানুল হক রনি (২৮), চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ফতেরখীল পাড়ার মৃত শহীদ উল্লাহর ছেলে কাউছার প্রকাশ আবুল হোসেন (৪০), কক্সবাজারের উখিয়া উপজেলার আব্দুর রহিমের ছেলে জুবাইর (৩১), হবিগঞ্জের মাধবপুর এলাকার সুরুত আলীর ছেলে ফজল মিয়া (৫০) ও উখিয়া উপজেলার রাজাপালং এলাকার আলী চানের ছেলে আতিকুর রহমান (২৫)।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাতে লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল ইসলাম ও এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে থানা পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া নামক স্থানে লোহাগাড়া অভিমুখী একটি লেগুনা গাড়িতে তল্লাশি চালিয়ে মফিজের কাছ থেকে দুইটি দেশে তৈরি বন্দুক (শ্যূটারগান), একইদিন রাতে চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম অভিমুখী একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে কাজল মিয়ার কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা, একই স্থানে একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে রনির কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা, মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে আতিকুর রহমান ও আবুল হোসেনের কাছ থেকে ৪ হাজার ১০০ পিস ইয়াবা এবং জুবাইরের কাছ থেকে ২১০০ পিসসহ মোট ২১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ৭ অপরাধীকে আটক করা হয়। ওই সময় পাচার কাজে ব্যবহার করা একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার জব্দ করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। উদ্ধারকৃত এসব ইয়াবার আনুমানিক মূল্য ৬৩ লক্ষ ৬০ হাজার টাকা বলেও জানান জাকের হোসাইন মাহমুদ।
আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজুর পর তাদেরকে গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।
Leave a Reply