মুজিববর্ষ উপলক্ষে লোহাগাড়ায় ডা. শফিকুর রহমান ট্রাস্টের উদ্যোগে উপজেলার দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার (২৯ মে) দুপুরে উপজেলা সদরস্থ বটতলী বদিউর রহমান চত্বরে ডা. শফিকুর রহমান ট্রাস্টের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ প্রকল্পের কার্যক্রম হিসেবে ট্রাস্টের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপ-প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সম্পাদক ডা. উম্মে সালমা মুনমুনের পক্ষ থেকে পঞ্চম ধাপে উপজেলার আধুনগর, বড়হাতিয়া ও পদুয়ায় দুঃস্থ নারীদেরকে সেলাই মেশিন বিতরণ করা হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন লোহাগাড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার।
ওই সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সদস্য মামুনুর রশীদ চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্য আলতাফ উদ্দিন, লোহাগাড়া প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক এইচ এম জসিম উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ’র সহ-সভাপতি রিহান পারভেজ চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের আপ্যায়ন বিষয়ক সম্পাদক রানা বড়ুয়া ও উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি আনোয়ার জিহান প্রমূখ।
Leave a Reply