লোহাগাড়ায় স্টার লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ রিদুয়ান (২৮) নামের একজন নিহত হয়েছে। সে সাতকানিয়া উপজেলার উত্তর ঢেমশা ৫নম্বর ওয়ার্ড মাইজ পাড়া আশোলিয়া বড় বাড়ীর ছিদ্দিক আহমদের ছেলে। মঙ্গলবার (১ জুন) দুপুর ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পদুয়া বার আউলিয়া গেইট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।এ ঘটনায় আহত হয়েছে একই এলাকার আরও দুইজন। তারা হলেন, একই এলাকার মনির আহমদের ছেলে মহিউদ্দিন (২৫) এবং আনু মিয়ার ছেলে মুহাম্মদ বেলাল (২৪)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, ঘটনারদিন রিদুয়ান ও তার দুইজন বন্ধুকে নিয়ে লোহাগাড়ার বড়হাতিয়ায় তার এক আত্নীয়ের বাড়ীতে মোটরসাইকেল যোগে করে যাচ্ছিল। পথিমধ্যে উল্লেখিত এলাকায় পৌঁছালে চট্টগ্রামমুখী স্টার লাইন পরিবহনের (ঢাকা মেট্রো-ব-৫২৮২) সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক রিদুয়ান নিহত হন। এ ঘটনায় আহত দুইজনকে উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশংকাজনক দেখা দিলে চমেকে প্রেরণ করেন।
দোজাহারী হাইওয়ে থানার এসআই মুহাম্মদ ফারুক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। নিহতের লাশ এবং গাড়িগুলো দোহাজারি হাইওয়ে থানা পুলিশের হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে। তবে, স্টার লাইন পরিবহনের চালক পলাতক রয়েছে।
Leave a Reply