ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ। তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি নকল করে বিভিন্ন লোকজনের সঙ্গে প্রতারণার অভিযোগে নোমান (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে লোহাগাড়া থানা পুলিশ।
লোহাগাড়া থানায় নোমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের পর ২৭ জুলাই (মঙ্গলবার) রাতে তাকে চুনতি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে আজ বুধবার (২৮ জুলাই) দুপুরে জানান লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ।
নোমান চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের চাকফিরানী দুর্লভের পাড়ার আব্দুল কুদ্দুসের পুত্র।
লোহাগাড়া থানা পুলিশ জানায়, নোমান ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ছবি ডাউনলোড করে হুবহু আরেকটি ফেইক ফেসবুক আইডি খুলে চালিয়ে আসছিল। ওই ফেইক আইডি থেকে চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন লোকজন থেকে আর্থিক সুবিধা আদায় করে আসছিল সে।
সর্বশেষ গত ১৯ জুলাই ওই আইডি থেকে এসএসসি অথবা এইচএসসি পাশ ১৮ বছর বয়সী একজন কম্পিউটার অপারেটর নিয়োগ দেওয়া হবে বলে পোস্ট দেয় নোমান। ওই পোস্ট দেখে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের রুদ্র পাড়ার অপু রুদ্রের পুত্র অসীম রুদ্র ওই ফেসবুক আইডিতে মেসেঞ্জারে অডিও কল দিলে নোমান নিজেকে ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার পরিচয় দেয়।
কথোপকথনের এক পর্যায়ে কম্পিউটার অপারেটরের সেই চাকুরি পেতে হলে তাঁর বিকাশ নাম্বারে (০১৮৭২০২৫৪১৭) ৫৫৭৫ টাকা পাঠাতে বললে অসীম রুদ্র কথা মতো টাকা পাঠিয়ে দেয় তাকে। পরে আরও বেশি টাকা পাঠাতে বললে সন্দেহ হয় অসীম রুদ্রের। তখন সন্দেহবশত: বিষয়টি সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকুকে জানালে তিনি ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদের সাথে কথা বলে নিশ্চিত হন এই নামে তাদের কোন ফেসবুক আইডি নেই এবং কম্পিউটার অপারেটর নিয়োগের কোন পোস্ট দেয়া হয়নি।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ বলেন, অসীম রুদ্রের দায়ের করা মামলার ভিত্তিতে মঙ্গলবার রাতে লোহাগাড়া উপজেলার চুনতি এলাকা থেকে তাকে নোমানকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে মোবাইল সেট ও একাধিক সিমকার্ড জব্দ করা হয়। গতকাল বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply